সাদিয়া ইসলাম মৌ, দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী নৃত্যশিল্পী। তার অগণিত ভক্ত ও দর্শক ছাড়াও দেশের বিনোদন অঙ্গনের অনেকেই এই তারকার সৌন্দর্যে মুগ্ধ। এদের অনেকে মৌকে মডেল – অভিনেত্রী হিসেবে আদর্শ মানেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকার প্রকাশ করা বেশ কিছু ছবি নেটিজেনদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।
১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন মৌ। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের জন্য ৩৫ বছর আগে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল।
৩৫ বছর ধরে দেশের শীর্ষ মডেল হিসেবে রাজত্ব চলছে মৌ’র। মডেল পরিচয়ের পাশাপাশি মৌ একজন গুণী নৃত্যশিল্পী। ছোটবেলায় বাবার সঙ্গে গানের অনুশীলনও করতেন তিনি। গানের চর্চা চালিয়ে গেলে হয়তো আজ সংগীতশিল্পী পরিচয়েও পাওয়া যেতো মৌকে। কারণ, তার বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী। বেশ কিছু সিনেমাতে প্লেব্যাকও করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।