Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১২, ২০২৫

সিনেমা থেকে বাদ পড়লেন দিঘী

কিছুদিন আগে ‘টগর’ নামে নতুন সিনেমার নাম ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সেসময় জানানো হয়েছিল যে, সিনেমাটিতে জুটি হিসেবে থাকবে আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে দীঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে।  

এই বিষয়ে পরিচালক জানান, ‘এক লাইনে যদি বলি, দীঘির পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি’। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগীতা আশা করতে পারি?’

পূজা চেরি | ছবিঃ ফেসবুক

তিনি আরো বলেন, ‘দীঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা নাহলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই।

একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটা কোনো ছোট বিনিয়োগও না। এর পরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয় কোনো সঠিক কারণ আছে। নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না।’

আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে প্রায় ২০-২৫ দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক।  

অ্যাকশনধর্মী ‘টগর’-এ আদর-পূজা ছাড়া আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

লন্ডনে স্থাপিত হচ্ছে শাহরুখ-কাজলের মূর্তি

ভারতীয় চলচ্চিত্র এক অনন্য মুহূর্তের দ্বারে। লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত…

চৈত্রসংক্রান্তিতে থাকছে পাহাড়ী ব্যান্ড ও বর্ণিল আয়োজন

আসন্ন ১৩ এপ্রিল বাংলা বর্ষপূর্তি ও চৈত্রসংক্রান্তি। এই উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করছে…

ভারতের সিনেমায় বাংলাদেশি গায়ক সৈয়দ অমি

বাংলাদেশি গায়ক সৈয়দ অমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় প্লেব্যাক করছেন । ‘আড়ি’ সিনেমার ‘মরুভূমি’…
0
Share