স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। মাল্টিপ্লেক্সটির বিরুদ্ধে অভিযোগ- অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া ও অসংখ্য অনিয়ম করার। ফলশ্রুতিতে, দেশীয় সিনেমার স্বার্থে সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে।
৪ জুন বিএফডিসিতে আয়োজন করা হয় এক দীর্ঘ সভার। এই আয়োজনেই সিনেপ্লেক্সের বিরুদ্ধে চলচ্চিত্রের ১৯ সংগঠন অভিযোগ তোলে। শেয়ার মানি, বাংলা চলচ্চিত্র না চালানো, নিয়মের তোয়াক্কা না করা সহ ভিনদেশি চলচ্চিত্র প্রদর্শন করে বেশকিছু অনিয়ম ও অযৌক্তিক সিদ্ধান্তের অভিযোগে উঠে আসে সেখানে।
একই সভায় সিনেপ্লেক্সকে হুঁশিয়ারিও দেয়া হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘উল্লেখিত এসব অভিযোগ সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সমাধান না করলে আন্দোলনের ডাক দেবে চলচ্চিত্রের সম্মিলিত এই সংগঠনটি। সমস্যার সমাধানে প্রয়োজনে আন্দোলনে রাস্তায় নামবেন সংগঠনের সদস্যরা।’
অনুষ্ঠানে দাবি করা হয়, সিনেপ্লেক্সে যেন বাংলা সিনেমা নিয়ম করে চালানো হোক।
সভায় উপস্থিত ছিলেন ‘রাজকুমার’ ও ‘প্রিয়তমা’ খ্যাত চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনানও। এছাড়া প্রযোজক খোরশেদ আলম খসরুও অংশগ্রহণ করেন সেই সভায়।
খসরু বলেন, ‘সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বাংলা সিনেমা চালানো, শো বাড়ানো ও শেয়ার মানির বিষয় সমাধান করতে হবে। যদি তারা এই বিষয়ে কোনো সমাধানে না আসেন তাহলে আমরা অচিরেই আন্দোলন করবো।’
উল্লেখ্য যে, আরশাদ আদনান ও খোরশেদ আলম খসরু ছাড়াও চলচ্চিত্রের ১৯ সংগঠনের এই সভায় আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, পরিচালক ইস্পাহানি আরিফ প্রমুখ।