বয়স ৩৭ ছুই ছুই। তবে আপাতত বিয়ের কোন প্লান নেই দক্ষিনি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তাই এবার সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী।
সম্প্রতি মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন সামান্থা। দ্রুত সন্তান না নিলে পরে বেশ জটিলতার শিকার হতে হবে তাকে। পরিবার থেকেও বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে সামান্থাকে। তবে হঠাৎ নিজের ফেসবুক স্টোরিতে বিয়ে ছাড়াই মা হতে চান বলে উল্লেখ করেন তিনি। এতেই তোলপাড় শুরু নেট পাড়ায় ।
সামান্থার সিঙ্গেল মাদার হবার সিদ্ধান্ত ঠিক কতটা দৃঢ়, সেই উত্তর এখন কেবল সময়ের অপেক্ষা।