রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘম এগেইন’- এর মাধ্যমে নতুন রূপে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। ছবিটিতে ‘শক্তি শেঠি’ নামের একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটির লুক ১৫ অক্টোবর সামাজিক মাধ্যম ব্যবহার করে অনুরাগীদের সাথে শেয়ার করেন অভিনেত্রী। তার লুকটিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্তদের সাথে শেয়ার করেছেন স্বামী রণবীর সিং। শুধু রণবীরই নয়, অনুরাগীরাও বেশ পছন্দ করেছে নায়িকার এই নয়া অবতারকে।
রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি
বোমা হামলার হুমকি পর চেন্নাইজুড়ে তোলপাড় তামিল চলচ্চিত্রজগতে হঠাৎ চাঞ্চল্য। জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও…