একের পর এক বাধা আসছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের সিনেমা মুক্তির পথে। তার অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তি নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা!
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইমার্জেন্সি’ সিনেমার। কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড ছবিটি মুক্তির ছাড়পত্র দেয়নি।
বিষয়টি নিয়ে কথা বলেছেন কঙ্গনা। ছবির ছাড়পত্র না দেওয়ার কারণ হিসেবে অভিনেত্রী বলেন, সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দিলে বোর্ড সদস্যদের হত্যা করা হবে এমন হুমকি এসেছে।
মূলত একটি ভিডিও বার্তা প্রকাশ করে কঙ্গনা জানান, ‘সিনেমাটি মুক্তির এক সপ্তাহও বাকি নেই। তার আগেই অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে আমার সিনেমা ‘ইমার্জেন্সি’ সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এটি সত্য নয়। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’
অভিনেত্রী যোগ করেন, ‘সিনেমাটি সিবিএফসির তরফ থেকে প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে। কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে কারণে সেন্সরে বিলম্বিত হচ্ছে।’
এর আগে সিনেমাটির কারণে পাঞ্জাবের এক শিখ নেতা হতে হত্যার হুমকিও পেয়েছিলেন কঙ্গনা।
উল্লেখ্য যে, ‘ইমার্জেন্সি’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। এই অভিনেত্রী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে প্রমুখ।