দেশের শোবিজ জগতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার জীবনে এসেছে নতুন অতিথি। শ্যামল মাওলা ও তার স্ত্রী মাহা শিকদারের ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। মাহা শিকদারের সাথে এই অভিনেতার পাঁচ বছরের সংসার জীবন। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তের কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
এই আনন্দঘন সংবাদটি শেয়ার করে অভিনেতা তার ফেসবুক প্রোফাইলে লেখেন,”গ্রহে একটি নতুন তারার আগমন।”
পোস্টের হ্যাশট্যাগে মেয়ের নামও প্রকাশ করেন শ্যামল মাওলা। তার মেয়ের নাম ‘সানাভ মাওলা’। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই খবর। বন্ধু, সহকর্মী ও ভক্তরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।
শ্যামল মাওলাকে সর্বশেষ দেখা গেছে বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার সিরিজ ‘কানাগলি’-তে। সামনে পূজায় আসতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নাদান’। এতে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন সায়মা স্মৃতি। সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ হোসেন।