লাইফ সাপোর্ট থেকে আর ফেরা হলো না সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩০ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
জুয়েলের মৃত্যুর খবরটি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
২০১১ সাল থেকে জুয়েল লিভার ক্যানসারে আক্রান্ত। এরপর ক্যানসারের জীবাণু ক্রমশ সংক্রমিত হয় তার ফুসফুস এবং হাড়েও। এক যুগেরও বেশি সময় ধরে তিনি লড়াই করে আসছিলেন ক্যানসারের সাথে। চিকিৎসা নিচ্ছিলেন দেশ ও বিদেশে।
পরবর্তীতে চলতি বছরের ২৩ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মাঝে ২৫ জুলাই খানিক উন্নতির খবর পাওয়া গেলেও লাইফ সাপোর্টেই রাখা হয়েছিল তাকে। অবশেষে ৩০ জুলাই ১১টা ৫৩ মিনিটে ক্যানসারের কাছে হার মানলেন এই শিল্পী।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ (৩০ জুলাই) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মরদেহ।
বাংলাদেশের আরেক কিংবদন্তী সংগীতশিল্পী শাফিন আহমেদের চলে যাওয়ার এক সপ্তাহ না হতেই সংগীত জগতের আরও এক নক্ষত্রের চলে যাওয়ার খবরে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।