মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এমন অবস্থায় তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রীর দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী দীপা খন্দকার।
৩১ মে নিজের ফেসবুকে অভিনেত্রী সীমানাকে নিয়ে প্রথম আলোর একটি খবর শেয়ার করে দীর্ঘ আবেগঘন একটি স্ট্যাটাসে দীপা লেখেন, ‘মানুষ জীবনে একটু আরাম, একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন চায়। বাবা মায়ের আদরের সন্তান বড় হয়ে যখন নিজে জীবনযাপন করা শুরু করে তখন সবার ভাগ্য তো আর সহায় হয় না। ভালোবাসার মানুষ যখন অচেনা শত্রুর মতো আচরণ করে, মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলে তখন সীমানার মতো এমন একটা ঘুম দিতে খুব ইচ্ছা করে।’
দীপা আরও লিখেছেন, ‘কিন্তু জীবন এতটাই নির্মম, এই ঘুম দেওয়ার অধিকারও নাই। অধিকার তুমি হারিয়েছ, যেদিন তুমি মা হয়েছ। এখন তো আর ঘুমালে চলবে না। উঠে দৌড়াতে হবে রেসের ঘোড়ার মতো! না হলে মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না। যাওয়ার অধিকার কে দিল? ওয়াক আপ অ্যান্ড ফাইট মাই ডার্লিং।’
উল্লেখ্য, অভিনেত্রী সীমানা ১০ দিন ধরে হাসপাতালের বিছানায় শয্যাশয়ী। তবে জ্ঞান ফিরবে কখন বা কবে, তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। ইতোমধ্যে একটি অস্ত্রোপচারও হয়েছে। এ অবস্থায় ছেলে আকাইদ সাজ্জাদ বারবার জানতে চাইছে মা কেন চোখ খুলছে না, কেন কথা বলছে না? অভিনেত্রীর বাবা-ভাই অসহায়ের মত সকলের কাছে দোয়া চেয়েছেন।