Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘শ্রোতারাই আমার ভ্যালেন্টাইন’

আজ সন্ধ্যায় উন্মুক্ত হতে যাচ্ছে আতিয়া আনিসার নতুন গান ‘জনম জনম ধরে’। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে আনিসার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। গানটি ব্যবহৃত হয়েছে আসন্ন ঈদের সিনেমা ‘জংলি’-তে। গানের ভিডিওতে গানের সঙ্গে পর্দায় লিপ সিং করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি।     

একক গান নয়, নাটক হোক বা জিঙ্গেল; সবখানেই যেন তার কণ্ঠ। বাদ নেই প্লে-ব্যাকেও। ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ, সব মিলিয়ে ক্যারিয়ারের সুসময় পার করছেন আতিয়া আনিসা।

আতিয়া আনিসা | ছবি: ফেসবুক

গানটি প্রসঙ্গে গণমাধ্যমকে আতিয়া আনিসা বলেন, ‘এটা একদম রোমান্টিক একটি গান। তাছাড়া এ বছরে এটাই আমার প্রথম প্লে-ব্যাক। তাহসান ভাইয়া, ইমরান ভাইয়ার সঙ্গে আগে কাজ করা হলেও এবারই প্রথম প্রিন্স মাহমুদ ভাইয়ার কথা ও সুরে গান করেছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল উনার কথা-সুরে গান করার। অবশেষে আমার স্বপ্নপূরণ হলো’।

এটি ছাড়াও ভালোবাসা দিবসকে ঘিরে আরো বেশ কিছু গান প্রকাশ্যে আসবে বলে জানান তিনি। এরমধ্যে রয়েছে নাটকের গান- আমি আছি (মন দিওয়ানা নাটক), তোমার আমার দিন (বসন্ত বৌরি নাটক)। এছাড়াও ওটিটি প্লাটফর্মের জন্য কিছু গান করেছেন।

এদিকে গানের পাখি সাবিনা ইয়াসমীনের সঙ্গে গান নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা। এ প্রসঙ্গে আনিসা বলেন, ‘সাবিনা ইয়াসমীনের সঙ্গে সম্প্রতি একটা গান করেছি, যেখানে আমি ছাড়াও আরো অনেকেই আছেন। কিন্তু এটা প্রসঙ্গে আপাতত বলা নিষেধ রয়েছে। খুব শিগগিরই হয়তো শ্রোতা-দর্শকরা চমকটি সম্পর্কে জানতে পারবেন’।

গানের বাইরে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই গায়িকা। এরমধ্যে প্রথমবারের মতো ফটোশুটেও অংশ নিয়েছেন আনিসা। মাঝে তার ওজন অনেক বেড়ে গিয়েছিল। ডায়েট এবং জিমের মাধ্যমে এখন সেই মেদ ঝড়াচ্ছেন বলে জানালেন তিনি। সেইসঙ্গে এও জানান, এরমধ্যে ১৪ কেজি ওজন কমিয়েছেন তিনি।

আনিসা বলেন, ‘কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে, ব্যাটে-বলে মিললে তখন সবাইকে সুখবরটি জানাব। এখনও চূড়ান্ত হয়নি। গানে তো আছি, অভিনয়েও থাকতে চাই। দুই মাধ্যমেই নিজেকে ব্যস্ত রাখার ইচ্ছে আমার। সুযোগ পেলে অবশ্যই অভিনয় করতে চাই।’

ভালোবাসা দিবসের পরিকল্পনা কি এবং আপনার ভ্যালেন্টাইন কে, এমন প্রশ্নে শিল্পী বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। এদিন আবার শবে-বরাত। নামাজ পড়ব। হালুয়া বানাব, যেটা আমি প্রতি বছরই করি। আর ব্যক্তিগত কেউ নেই, শ্রোতারাই আমার ভ্যালেন্টাইন। তাদেরকে গান শোনাব। এদিন ফেসবুকে লাইভে আসার ইচ্ছে রয়েছে’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে তিশা, প্রীতম ও মাহজাবীনের ‘ঘুমপরী’

আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় তথা ২০ ফেব্রুয়ারির শুরুতে চরকিতে আসছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।  ভালোবাসায়…

শ্রদ্ধার আটটি ভৌতিক সিনেমা আসছে

গত বছর শ্রদ্ধা কাপুরের অভিনীত ভৌতিক সিনেমা ‘স্ত্রী’ আয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছে শাহরুখ খানের জওয়ান, পাঠানের মতো…
0
Share