Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন আয়োজন

সংগীতসাধক লালনের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর শিল্পকলা একাডেমি অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী উৎসব আয়োজন।

এরই মধ্যে জানানো হয়েছে শিল্পকলার আগামী তিন দিনের কার্যক্রম। তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিন অর্থাৎ ১৭ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে ‘আশাসিন্ধু তীরে’। যেখানে গানে ও তত্ত্বে লালনকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

১৮ অক্টোবর, শুক্রবার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

উৎসবের শেষ দিন ১৯ অক্টোবর। নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠান হবে দুই পর্বে। যার ১ম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। এছাড়াও বক্তব্য প্রদান করবেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আ-আল মামুন, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, লেখক ও সাংবাদিক এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান।

দ্বিতীয় পর্বে জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেক্ষাগৃহের পর চরকিতে প্রিয়ন্তীর বিয়ে!  

৮ নভেম্বর প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়েতে যারা যুক্ত হতে পারেননি তাদের জন্য সুখবর।…

সকাল সকাল শিক্ষার্থীদের একরাশ ভালোবাসা পেলেন পরী

নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্তমানে বরিশাল নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। আর সেখানেই…
0
Share