নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম আইশা খান। বৈচিত্র্যময় কাজ দিয়ে এতোমধ্যেই নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন শোবিজ জগতে। গত জুন-জুলাইয়ে অন্তত ১০টি নাটক ও একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে আইশার। এবার শোনা যাচ্ছে সিনেমায়ও আসতে যাচ্ছেন তিনি।
গত দুই-তিন মাসে করেছেন প্রায় ১০টির মতো নাটক। এগুলোর মধ্যে আছে ‘বাকরখানির প্রেমকথা’, ‘লাভ সিগন্যাল’, ‘অনামিকা’, ‘আবেগ’, ‘ধড়িবাজ’, ‘কে কখন কোথায়’, ‘লাভ বাইট’, ‘শেষ পাতার গল্প’, ‘লাভ ইন দ্য ইয়ার’, ‘মায়াফুল’। গত দু-তিন মাসে ইউটিউবে এসেছে এই নাটকগুলো। জনপ্রিয়তাও পেয়েছে নাটকগুলি।
এছাড়াও গত ৩ জুলাই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কানাগলি’। আহমেদ জিহাদের এই থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইশা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে বেশ চর্চাও হয়েছে অন্তর্জালে। আইশাও জানালেন, দারুণ সাড়া পেয়েছেন তিনি। বলেন, ‘শহরজুড়ে একের পর এক নারী হত্যা হয়। কে এই হত্যাকারী! এ নিয়েই গল্প। সিরিজটি মুক্তির পর সহকর্মীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ লেখালেখি হয়েছে। আজকাল ওটিটিতে একটু কম কাজ করছি। যেগুলো করছি, বেছে বেছে। প্রিয় কাজগুলোর একটি এই সিরিজ।’
এছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন আইশা খান। গত বছর পর পর দুটি ছবির শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। এর মধ্যে প্রসূণ রহমানের ‘শেকড়’ -এর শুটিং শেষে সম্পাদনাও হয়েছে। এতে আইশা খানের বিপরীতে দেখা যাবে এফএস নাঈম। খুব শিগগির ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোহেল আরমানের ‘সংবাদ’-এর প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের আগে। তবে বাকি অংশের শুটিং নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
আইশা বলেন, ‘পরের লট কবে শুটিং হবে তা প্রযোজকের ওপর নির্ভর করছে। আমি সোহেল আরমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন, ডেট লক হলে আমাকে জানাবেন। এই মুহূর্তে আর কোনো চলচ্চিত্র নিয়ে ভাবছি না। যদি ভালো গল্প ও চরিত্র পাই পরে দেখা যাবে।‘
২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে আইশা খানের।