চলমান ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পথে নামলেন শিল্পীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে তারা এক হবার ঘোষণা দেন।
তারা জানান জাতীয় সংসদের সামনে তারা মিলিত হবেন। পরে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে জড়ো হন শতাধিক শিল্পী। তারা এক হয়ে অস্ত্র প্রয়োগ, ধরপাকড়সহ জাতীয় ইস্যুতে স্লোগান দেন ও রণ সংগীত পরিবেশন করেন।
এতে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, আরমিন মুসা, শাওকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, রাফিয়াথ রশীদ মিথিলা, মিম রশীদ, রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল, প্রবর রিপন, তানহা জাফরিন, ফারজানা বুবলি, সামিয়া রহমান, রাকা নোশিন নাওয়ার, তানিম নূর, নাহিদ ইসলাম, আরিফুর রহমানসহ বিনোদন জগতের সকল শাখার অসংখ্য মুখ।