বলিউডের অভিনেতা শাহরুখ খানের ভক্ত বিশ্বজুড়ে। তার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ নজরে আসে হরহামেশাই। বলিউড বাদশাহকে ভালোবেসেই তার ‘ডানকি’ সিনেমার পোস্টার বানিয়েছিলেন মিরপুরের বাসিন্দা সৈয়দ মাহাদি রহমান। আর এই পোস্টারটি নজর এড়ায়নি স্বয়ং শাহরুখেরও।
মাহাদি ২০২২ সালের ৭ মে ‘ডানকি’ সিনেমার আলোচিত পোস্টারটি এক্সে (টুইটার) প্রকাশ করেছিলেন। বাংলাদেশি ফ্যানের তৈরি ঐ পোস্টারটি হিট ছিল নেট দুনিয়ায়। এক্স ছাপিয়ে তা ফেসবুক ও ইনস্টাগ্রামেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২১ ডিসেম্বর ‘ডানকি’ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার দিনে পোস্টারটি শেয়ার করেন শাহরুখ। যা দেখে রীতিমত সারপ্রাইজড হন শাহরুখের ভক্ত মাহাদি।
জানা গেছে, মাহাদি মাদারীপুরের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে থাকেন। মিরপুরেই তার জন্ম ও বেড়ে ওঠা। ১৮ বছর বয়সী মাহাদি পড়াশোনা করছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর ক্যাম্পাসে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে। ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে পোস্টার বানানো শিখেছেন। ২০১৮ সালে শেখা স্কিলের মাধ্যমে তিনি একে একে তৈরি করেছেন বিভিন্ন পোস্টার। তার ডিজাইন করা পোস্টারের তালিকায় শাহরুখ খানের ছবির পোস্টারই বেশি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত এই নায়কের একেক সিনেমাও তিনি দেখেছেন বার বার।
এদিকে প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা থেকে ‘জাওয়ান’, ‘পাঠান’ ও ‘ডানকি’ সিনেমার পোস্টার ডিজাইন করেছিলেন তিনি। এবার ‘ডানকি’ সিনেমার পোস্টারটি নিয়ে স্বয়ং শাহরুখ খান থেকে স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহাদি। তিনি তার অনুভূতি প্রকাশ করেন ফেসবুকের মাধ্যমে। মাহাদি ফেসবুক লিখেছেন, “আমার কান্না আসছে (শাহরুখ খান আমার ডিজাইন করা পোস্টার শেয়ার করেছেন)।”
উল্লেখ্য যে, এক্সে শাহরুখের ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটির মতো। আর সেখানে বিশ্বের নানান প্রান্ত থেকে তার অনুরাগীরা মাহাদির ডিজাইন করা পোস্টারটির প্রশংসা করেছেন। বলিউড বাদশাহ সহ সকলের প্রশংসায় মাহাদির কাজ যেন সার্থকতা পেলো।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’। কিং খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানির মত তারকারা।