পুরোদমে চলছে শাকিব খানের ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মাঝে ছবির পরিচালক হিমেল আশরাফ ভেতরের তথ্য ফাঁস করে জানালেন ৩ মিনিটের ফাইটিং সিন শুট করতে নাকি খরচ হয়েছে পৌনে ১ কোটি বা ৭০ লাখ টাকা!
গণমাধ্যমকে নির্মাতা জানান, ‘রাজকুমার সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করবো, যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। ‘প্রিয়তমা’র চেয়ে ভালো গল্প নির্মাণ হবে, আশা রাখছি।’
উল্লেখ্য, ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ২০২৩ সালের ডিসেম্বরে ছবির শুটিং হয় পাবনায়। পরে ভারতের চেন্নাইয়ে মারপিটের শুটিং হয়। সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য এরই মধ্যে পুরো টিম পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।