ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি ছিল শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে তারা একসঙ্গে কাজ করেছেন। কাজ করতে করতে প্রেম তারপর লুকিয়ে করেছেন বিয়েও। হয়ে গেছে বিচ্ছেদও। তবু এই জুটির আলোচনা এখনো মানুষের আগ্রহের কেন্দ্রে।
সম্প্রতি অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বিয়ে ও তার ধর্ম পরিবর্তন নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে অপুকে প্রশ্ন করা হয়, শাকিবের সঙ্গে বিয়ের সময় তিনি কত ভরি গহনা পরেছিলেন?
প্রশ্নটি শুনে অপু কিছুক্ষণ চুপ থাকেন, তারপর হাসিমুখে বলেন, “কত ভরি পরেছিলাম, সেটা কি খুব জরুরি? আমরা তো গোপনে বিয়ে করেছিলাম, তাই যতটা পরার কথা ছিল, ততটা পরিনি। আমাদের বিয়ে খুবই সাদামাটা ও গোপনীয় ছিল।”
বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। এ বিষয়ে অপু সাক্ষাৎকারে বলেন, “সত্যি কথা বলতে, বিয়ের পরও আমি আমার নিজ ধর্মেই আছি। ক্যামেরার সামনে ক্যারিয়ারের জন্য অনেক মিথ্যা বলেছি। শাকিব তখন আমার স্বামী, তাই তাকে সাপোর্ট করাটাই আমার দায়িত্ব ছিল। সবাই ভাবত যেহেতু আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছি, তাই আমি মুসলিম হয়েছি। কিন্তু আসলে আমি হিন্দু ছিলাম এবং আছি। বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো হয়নি।”
শাকিব ও অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। তাদের সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। সন্তান জন্মের বিষয়টি দুজনেই গোপন রেখেছিলেন। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের তথ্য প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ থেকে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা
দেশের হলে ২০২৩ সালে প্রথম অনুমতি দেয়া হয় উপমহাদেশীয় ভাষার সিনেমা দেখানোর। তবে পাঁচ শর্তে মুক্তির অনুমতি দেয়…