১৪ অক্টোবর এনটিআরসিএ প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলে পাস করেছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো সাঈদের সেই ফলাফল নিজে কথা বলেছেন নির্মাতা আশফাক নিপুণ।
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের রোল নম্বর ছিল–২০১২৫৬২৯৭। ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আশফাক নিপুণ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (লিখিত) পাশ করেছেন। ভাইভা আর দেয়া হবে না উনার কারণ দেশের জন্য জীবন দিয়েছেন উনি। শিক্ষকের বিনিময়ে দেশ পেল একজন বীর। আবু সাঈদ কে শ্রদ্ধা।’
উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৮৩ হাজার ৮৬৫ জনের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ছয় ভাই, তিন বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবার ছোট। পরিবারেরঅনেক স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে। যা নিমিষেই শেষ করে দিলো পুলিশের ছোঁড়া বুলেট।