যুক্তরাষ্ট্রের ফুটবল টুর্নামেন্ট এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) ফাইনাল উপলক্ষে আয়োজিত সুপারবোল হাফটাইম শোতে গ্র্যামি জেতা মার্কিন র্যাপার কেনড্রিক লামারের অনুষ্ঠানে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট সুপারবোলে হাজির হলেন। এছাড়াও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসি।
এ বছর লামারের হাফটাইম পারফরম্যান্স নিয়ে অপেক্ষায় ছিল গোটা বিশ্বের ভক্ত-অনুরাগীরা। বাংলাদেশ সময় আজ সকালে লুইজিয়ানার নিউ অরলিন্সে হাফটাইমে মঞ্চে ওঠেন লামার। গত বছর তিনি ‘নট লাইক আইস’ গান দিয়ে মাতিয়েছেন। কানাডীয় র্যাপার ড্রেকের সঙ্গে লামারের দ্বন্দ্ব অনেক দিনের। গানটিতে ড্রেকের বিরুদ্ধে রীতিমতো কামান দেগেছেন লামার।
এদিন দর্শকের প্রত্যাশা মিটিয়ে ‘নট লাইক আইস’ গেয়েছেন লামার। ‘আমি এবার সবচেয়ে প্রিয় গানটি গাইব’ বলে ১৩ মিনিটের পরিবেশনা শুরু করেন আলোচিত এই র্যাপার। অনেক সমালোচক মনে করেন, এবার গানের চেয়ে ড্রেককে দেখিয়ে দিতেই বেশি মনোযোগী ছিলেন গায়ক। ফলে তার পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী হয়নি।
সুপারবোল হাফটাইমের মঞ্চে এদিন লামারের সঙ্গে পারফর্ম করেন এ সময়ের আরেক আলোচিত শিল্পী সিজা। একসঙ্গে তারা ‘ব্ল্যাক প্যান্থার’-এর হিট গান ‘অল দ্য স্টারস’ গেয়ে শোনান। একপর্যায়ে লামারের সঙ্গে দেখা যায় টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকেও। এ ছাড়া প্রি–সুপার বোলে পারফর্ম করেন লেডি গাগা।
তারকাদের মিলনমেলায় এবার হাজির ছিলেন বিশ্ব মোড়ল ট্রাম্প। এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট সুপার বোলে হাজির হলেন। এ ছাড়া সুপার বোলে হাজির ছিলেন গায়িকা টেলর সুইফট, জে–জেড, ফুটবলার লিওনেল মেসিসহ সংগীত, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের ।