দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় থালাপতি সম্প্রতি অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। রাজনীতির জন্য এখন তাকে নানান জায়গায় দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন এক ইফতার পার্টিতে।
পবিত্র রমজান মাস উপলক্ষে গত শুক্রবার চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন এই দক্ষিণী সুপারস্টার বিজয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম। এতে দেখা যায় মুসলিম সহকর্মীদের সাথে ইফতার করছেন বিজয় এবং সাদা পোশাক ও টুপি পরে মুসলিমদের সাথে সন্ধ্যার নামাজে অংশও নিয়েছেন বিজয় থালাপতি।
ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর বরাতে জানা যায়, বিজয় পুরো দিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতিনীতি অনুসারে নামাজও আদায় করেছিলেন, হাজার হাজার স্থানীয়দের জন্য ইফতার আয়োজন করে তাতে নিজেও অংশ নিয়েছেন।
চেন্নাইয়ের রোয়াপেট্টার ওয়াইএমসিএ মাঠে তার দলের পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় ১৫টি মসজিদের ইমামদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং প্রায় ৩,০০০ অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করা হয়েছিল এই আয়োজনে।
২০২৪ সালে ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দেন বিজয়। বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং জানা গেছে, তিনি এআইএডিএমকে-এর সাথে কোনও ধরণের জোট গঠন না করেই স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বিজয় থালাপতির নতুন সিনেমা ‘‘জন নায়াগান’’ এবং এটিই হবে তার শেষ ছবি। অক্টোবরে টিভিকে-র জন্য তার প্রথম সমাবেশে, বিজয় বলেছিলেন, “আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে আমি সিনেমা ত্যাগ করছি, আমার আয় করা টাকা ত্যাগ করছি, এবং আমি আপনাদের বিজয় হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার সমস্ত আস্থা আমি আপনাদের উপর রাখলাম।”