Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রুনা লায়লার বাসায় ভালোবাসায় সিক্ত অনুজ শিল্পীরা

রুনা লায়লার বাসায় তার প্রিয় অনুজ শিল্পীরা | ছবি: ফেসবুক

 গত ১৭ নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আসাদ অ্যাভিনিউর নিজ বাসা ড্রিম হাউসে দাওয়াত দেন বর্তমান সময়ের কয়েকজন সংগীতশিল্পীকে। উচ্ছ্বসিত হয়ে একে একে সবাই হাজির হন। গল্প, আড্ডা ও গানে গানে মধ্যরাত পর্যন্ত রুনা লায়লার সান্নিধ্যে সময় কাটিয়েছেন শিল্পীরা। অতিথিদের গান শুনানোর পাশাপাশি নিজে থেকে গিফটও দিয়েছেন রুনা লায়লা।

রুনা লায়লা উপহার দিচ্ছেন লুইপাকে | ছবি: ফেসবুক

জন্মদিনের অনুষ্ঠানে রুনা লায়লা আমন্ত্রণ জানান জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার, কনা, ইমরান, কোনাল, সাব্বির, কিশোর, রাশেদ, লিজা, ইউসুফ, ঝিলিক, লুইপা এবং প্রবাসী শিল্পী রাজা কাশেফ ও রুবাইয়াত জাহানকে। আমন্ত্রিত ছিলেন গীতিকার কবির বকুল, প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকের ধ্রুব গুহ প্রমুখ।

আনন্দঘন এই মুহূর্তটিকে স্মরণ করে কণ্ঠশিল্পী কিশোর তার ফেসবুকে আড্ডার কিছু ছবি ও একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘গানে–গল্পে ঘোর লাগা একটা সন্ধ্যা কাটল জীবন্ত কিংবদন্তি “রুনা লায়লা” আপার বাসায়, তার আমন্ত্রণে। তার মুখে শোনা হলো ৬০ বছরের গানের জীবন থেকে কিছু কিছু মুহূর্তের কথা। তার দেওয়া উপহারও পেলাম…! রাতে চমৎকার ডিনারের পর শুরু হয় গানের আসর। আমরা সবাই গান গাইলাম, গাইলেন তিনিও।

রুনা লায়লার উপহার নিচ্ছেন সাব্বির | ছবি: ফেসবুক

সংগীতশিল্পী লুইপা তার ফেসবুকে লিখেছেন, ‘গতকাল দিনটা ছিল জীবনের একটা দারুণ সুন্দর দিন। প্রিয় রুনা ম্যাম হৃদয় উজাড় করে ভালোবাসা দিলেন। তিনি জানেন, কী করে ভালোবাসতে হয়। নিজের জন্মদিনে উল্টো আমাদের উপহার দিলেন এবারও। ২০২০–এর জন্মদিনে তিনি আমাকে নিজের সুর করা গান উপহার দিয়েছিলেন। মানুষটাকে সবাই জানি উপমহাদেশের শ্রেষ্ঠ সংগীতশিল্পী, আর ভেতরের মানুষটা যেন শিশুর মতো কোমল। অন্যকে ভালোবেসে নিজে খুশি হয়, আনন্দ পায় এমন মানুষ এখনো আছে বলে লিখেছেন তিনি।

এছাড়া সংগীতশিল্পী সাব্বির, সংগীতশিল্পী ইউসুফ সহ অনেকেই রুনা লায়লার সাথে কাটানো সময়টুকু নিয়ে উচ্ছ্বাস, তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে লিখেছেন।

এই একটি রাতের মাধ্যমে রুনা লায়লা আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের একজন, এও শিখালেন, অনুজদের প্রতি কিভাবে, ভালোবাসা ও মমত্ববোধের চর্চা করতে হয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তথ্য উপদেষ্টার সাথে রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ…

বিপিএলে গাইতে কত নিচ্ছেন রাহাত ফাতেহ আলী?

২১ ডিসেম্বর বিনা পারিশ্রমিকে ‘ইকোস অব রেভোল্যুশন’ চ্যারিটি কনসার্টে গেয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী…
0
Share