পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চল। ২১ আগস্ট সকাল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। এই জেলাগুলোর প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে পানি, ডুবছে মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর উৎকণ্ঠায় গোটা দেশের মানুষ। ব্যতিক্রম নন তারকা শিল্পীরাও। জানাচ্ছেন প্রতিক্রিয়া, উদ্যোগ নিচ্ছেন সহযোগিতার।
বুধবার বিকেলে চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন।
২১ আগস্ট সন্ধ্যায় বন্যার কয়েকটি ছবি প্রকাশ করে চিত্রনায়িকা বুবলী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লক্ষ লক্ষ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্থ। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সাথে জুড়ে দিয়েছেন মোনাজাতের একটি ইমোজি।’
সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে! যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।’
ট্রাকে করে দুইটি স্পিড বোর্ড নিয়ে তাসরিফের সাথে থাকার কথা জানিয়েছেন আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কেটো ভাইও।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন।লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সূত্রহীন পানিতে নিমজ্জিত একটি শিশুর ছবি। সেই ছবি নিয়েও তারকাদের আর্তনাদের শেষ নেই। অস্ট্রেলিয়ায় বসে দেশের দুরবস্থায় ব্যথিত সুপারস্টার শাবনূর লিখেছেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো!’
চিত্রনায়ক জায়েদ খানের ভেতরও হু হু করে উঠেছে নিষ্পাপ শিশুটির মুখ দেখে। তিনি লিখেছেন, ‘কোনোভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি।’