Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

যে কারণে বাতিল হলো বন্যার জমির লিজ

রেজওয়ানা চৌধুরী বন্যা | ছবি: গুগল

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের উপর অবস্থিত ‘সুরের ধারা’ নামের প্রতিষ্ঠানটির জমির লিজ বাতিল করেছে সরকার। ৭ নভেম্বর একটি চিঠির মাধ্যমে নির্দেশনাটি জারি করা হয়।

নির্দেশনায় সই করা ছিল ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের। চিঠিতে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি বন্দোবস্তের মাধ্যমে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ প্রতিষ্ঠানের জন্য ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত কয়েকটি দাগের জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে, ভূমি মন্ত্রণালয় কর্তৃক জানানো হয়, এসব জমির সিএস, আরএস ও সিটি রেকর্ডে ‘খাল’ শ্রেণির অবস্থান থাকার কারণে উক্ত জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

সুরের ধারা সংগীত বিদ্যালয় । ছবি: গুগল

জমিটির পরিমাণ ছিল মোট ০.৫১২০ একর। এটি সিএস-আরএস রেকর্ডে খাল হিসেবে চিহ্নিত ছিল।
ভূমি মন্ত্রণালয় বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, পটুয়াখালীতে জন্ম রেজওয়ানা চৌধুরী বন্যার। তিনি পড়াশোনা করেছেন ছায়ানট এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বুলবুল ললিতকলা একাডেমিতেও ভর্তি হয়েছিলেন তিনি। ব্যক্তিজীবনে তার ধ্যান ও জ্ঞান মূলত গানই। এরই ধারাবাহিকতায় ‘সুরের ধারা’ নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন তিনি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। এখানে রবীন্দ্রসংগীতের প্রচার এবং শিক্ষা প্রদান করে আসছিল। বিগত সরকারের আমলে এই প্রতিষ্ঠানের স্কুল পরিচালনার জন্য মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধ সংলগ্ন একটি জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেমের খবরকে ভুয়া বললেন কোরিয়ান অভিনেতা

২০২৪ সালের অন্যতম জনপ্রিয় কোরিয়ান ড্রামার একটি ‘কুইন অব টিয়ারস’। যেখানে দম্পতি হিসেবে থাকা অভিনেত্রী কিম জি…
0
Share