দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি আয়োজন করেন এক ইফতার পার্টি, যেখানে মুসলিম রীতিনীতির পোশাকে হাজির হয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। ইফতার অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নেন তিনি, যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে, তার এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে এক গুজব ছড়াতে থাকে যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদিও পরে এটা সম্পূর্ণ গুজব হিসেবে প্রমাণিত হয়, তবুও বিজয় বিপাকে পড়েছেন।
তামিলনাড়ুর একটি মুসলিম সংগঠন, সুন্নত জামাত, থালাপতি বিজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, বিজয়ের আয়োজিত ইফতার পার্টিতে মদ্যপ ও মাস্তানদের উপস্থিতি ছিল, যা অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট করেছে। তাদের অভিযোগ, এমন লোকদের আমন্ত্রণ জানানো হয়েছিল যারা রোজা রাখেন না এবং ইফতারের সাথে সম্পর্কিত নয়। এছাড়া, ইফতারে সঠিক ব্যবস্থাপনার অভাব ছিল এবং নিরাপত্তারক্ষীরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অশোভন আচরণ করেছেন, এমন অভিযোগও উঠেছে।
বিজয় সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি কখনোই নিজেকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা করেননি। তিনি রাজনীতিতে তার অবস্থান তৈরি করতে চাচ্ছেন জনগণের কল্যাণের জন্য, আর এর জন্য তিনি অভিনয় ও শোবিজের জীবন থেকে সরে এসেছেন।