প্রকাশ্যে এসেছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’। আর এই গানে আবেদনময়ী লুকে নজর কেড়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।
নতুন আবেদনময়ী রূপে পুজা চেরিতে মুগ্ধ হয়েছে দর্শক। পূজা চেরী এই সিরিজে অভিনয় করেছেন ‘মিস শায়লা’ চরিত্রে। মুক্তির দুই দিনে গানটির ভিউ ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে দর্শক-ভক্তদের প্রশংসা। নির্মাতা রায়হান রাফির ‘পোড়ামন ২’ সিনেমার পর আর একসাথে করেননি হিট এই নির্মাতা-অভিনেত্রী জুটি। তাই নির্মাতার প্রথম ওয়েবসিরিজে তাদের একসাথে দেখে ভালো কিছুর অপেক্ষায় দর্শক!
প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছে আকাশ সেন। পাশাপাশি এই গানে কণ্ঠ দিয়েছেন ‘দুষ্টু কোকিল’ জুটি, আকাশ ও দিলশাদ নাহার কনা।
উল্লেখ্য, ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়া আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই। আগামী বছরের জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নির্মাতা রায়হান রাফি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ।