পশ্চিমবঙ্গের নাট্যকার, নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মনোজের মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার থেকে। এ পত্রিকার তথ্যানুযায়ী, বার্ধক্যজনিত অসুস্থতায় ১২ নভেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যান।
অভিনেতার পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই বয়সের কারণে নানান জটিল শরীরিক সমস্যায় ভুগছিলেন মনোজ। ফলে বেশ কয়েকবার তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করানোর পর অভিনেতার অনিয়মিত রক্তচাপ চিকিৎসকদের দুশ্চিতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেষমেশ তার পৃথিবীকে চিরবিদায় জানাতে হলো।
ভারতের গুণী শিল্পী মনোজের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর। তার জন্মস্থান বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে। তার শৈশব কেটেছে এখানেই। এরপর ১৯৫০ সালে ১২ বছর বয়সে তিনি পাড়ি জমান কলকাতায়। মূলত মনোজের বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করতেন।
মনোজ মিত্রের অভিনয় জীবন শুরু হয় ১৯৫৭ সালে কলকাতার নাট্যমঞ্চ থেকে। ১৯৭৯ সালে তার অভিষেক হয় সিনেমার জগতে। অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও তিনি সুপরিচিতি অর্জন করেন। তার লেখা প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল। এই নাটক তিনি লিখেছিলেন ১৯৫৯ সালে। এই অভিনেতার অর্জনের ঝুলিতে আছে সংগীত নাটক একাডেমি পদকসহ নানা পুরস্কার। তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য যে, মনোজের মৃত্যুতে পশ্চিমবঙ্গের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শোক প্রকাশ করেছেন।