Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

ভৌতিক গল্প নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’

সাদিয়া আয়মান ও ‘বিভাবরী’ ফিল্মের পোস্টার । ছবি: ফেসবুক

অভিনেত্রী সাদিয়া আয়মানের ‘ফেসবুক লাইভ’ নিয়ে বর্তমানে সরগরম সোশ্যাল মিডিয়া। একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্যই মূলত এমন ব্যতিক্রমী এক কৌশল অবলম্বন করেছিলেন তিনি। হিতে বিপরীত হয়ে অভিনেত্রী সমালোচনার তোপের মুখে পড়লেও ফিল্মটির প্রচারণা হয়েছে ঠিকই। এ ওয়েব ফিল্মেরই নাম ‘বিভাবরী’।

নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু। গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য শহরে এলেও জীবনযুদ্ধ তার নিত্যসঙ্গী। নিজের থাকা, খাওয়া, অসুস্থ মাকে টাকা পাঠানো-ডে কেয়ার সেন্টারে সামান্য বেবি সিটারের কাজ করা আয় দিয়েই তাকে এসব সামলাতে হয়। এমনকি টাকা বাঁচাতে তাকে থাকতে হয় শহরতলির শেষে একটি পুরনো হোস্টেলে।

কিন্তু ইদানীং হঠাৎ করেই হোস্টেলে ফেরার নির্জন পথে মাঝে মধ্যে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় সে। মনে হয় কিছু একটা ফলো করছে তাকে। তবে এসবের গুরুত্ব নেই তার জীবনে। বাড়তি আয়ের আশায় এক জনের পরামর্শে সে অনলাইনে বেবি সিটিং এর পেজ খুলে বসে। সেই সুবাদেই একদিন কল আসে শহরের আরেকপ্রান্তে, এক বাসায়। বাবা-মা পার্টিতে যায়, আর বাচ্চকে রাখতে দিয়ে যায় টেক কেয়ারের জন্য। কিন্তু সে জানে না আজকের রাত, চন্দ্র গ্রহণের রাত। ক্ষুধিত আত্মার রাত। বিশেষত তার মত গোল্ডেন ব্লাড এর কোন মেয়ের জীবনে কি হতে যাচ্ছে… আর কারাই বা তাকে ফলো করত নির্জন রাস্তায়!

ওয়েব ফিল্মটির পরিচালক টিটো রহমান বলেন, বাংলাদেশে মিস্ট্রি বা প্যারানরম্যাল এক্টিভিটি নিয়ে কাজ হলেও নিখাঁদ ভূতের গল্প নিয়ে খুব কম কাজ হয়েছে বা হলেও খুব বেশি মানোত্তীর্ণ হয়নি বলেই মনে জয়েছে। আমাদের চেষ্টা ছিলো ভূত নিয়ে সিরিয়াস ধরণের কাজ করা যেমনটা বাইরের দেশে হয়। ভয়ে আৎকে উঠতে হয়। যদিও আমাদের ইন্ডাস্ট্রি ভূতের গল্প ডিল করার জন্য খুব বেশি প্রস্তুত না, বাজেট, টেকনোলজি, মেকআপ ইত্যাদি ক্ষেত্রে, তবু যা আছে তা নিয়েই আমরা আমাদের সেরাটা দেবার চেষ্টা করেছি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিভাবরী দেখতে।

অনীশ দাস অপুর গল্প অবলম্বনে, টিটো রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিভাবরী’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা।

প্রসঙ্গত, ২১ অক্টোবর দিবাগত রাতে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেসময় কান্না-ভেজা কণ্ঠে একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা জানান তিনি। লাইভ ভিডিওটি দেখে অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা তখন হয়ে ওঠেন চিন্তিত। তবে পরবর্তীতে সেই লাইভের পেছনের গল্প সামনে আসে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেমের খবরকে ভুয়া বললেন কোরিয়ান অভিনেতা

২০২৪ সালের অন্যতম জনপ্রিয় কোরিয়ান ড্রামার একটি ‘কুইন অব টিয়ারস’। যেখানে দম্পতি হিসেবে থাকা অভিনেত্রী কিম জি…
0
Share