৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন জাকির হোসেন।
৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া উৎসবটিতে নেটওয়ার্ক ফর প্রমোশন অব এশিয়ান সিনেমার (নেটপ্যাক) পক্ষ থেকে জুরি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
প্রায় দুই দশক পরে বিভাগটির মাধ্যমে এশিয়া থেকে মনোনয়ন পাওয়া সেরা চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করার ব্যবস্থা করেছে উৎসব কর্তৃপক্ষ।
আয়োজনটিতে তার সাথে সহবিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন রোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা তেরেসা ক্যাভিনা ও চেক রিপাবলিকের অন্যতম সমালোচক ও সিনেমা গবেষক ভিয়েরা ল্যাঙ্গেরোভা।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এবং ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক জাকির হোসেন রাজু ২০১৫ ও ২০২০ সালে রটারডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই, ব্ল্যাক নাইট, সাউথ কোরিয়ার বুচান, ফ্রান্সের ভেসল, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ একাধিক উৎসবে বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। তার নির্মিত তথ্যচিত্র ‘বিয়ন্ড দ্য বর্ডার’ বুসান, হাওয়াই, সিঙ্গাপুরসহ একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়ায়।
বাংলাদেশ থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে প্রথম ডক্টরেট পাওয়া অধ্যাপক জাকির হোসেনের বাংলাদেশি সিনেমা নিয়ে লিখিত বই ‘বাংলাদেশ সিনেমা অ্যান্ড ন্যাশনাল আইডেনটিটি: ইন সার্চ অব দ্য মডার্ন’ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে একই বিভাগে নেটপ্যাক জুরি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।