মাত্র বছর তিনেক হলো শোবিজ অঙ্গনে পা রেখেছেন ছোটপর্দার অভিনেত্রী মারিয়া চৌধুরী শান্ত। শুরুতে ছিলেন ফ্যাশন হাউজের মডেল। এরপরেই টিভি নাটকে পদার্পন করেন তিনি। প্রথমবার ‘লাফাঙ্গা’ নাটকে অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সাথে। সেই ধারাবাহিকতায় ‘বুক পকেটের গল্প’ ও ‘দেয়ালে ঠেকলে পিঠ’ -এর মতো নাটকেও অভিনয় করেন মারিয়া শান্ত।
আসন্ন ঈদে ‘বান্টির বিয়ে’ সহ প্রায় ডজনখানেক নাটকে দেখা যাবে তরুণ অভিনেত্রী মারিয়া শান্তকে। ঈদের শুটিং নিয়েই এখনো ব্যস্ত এই তরুণ অভিনেত্রী। চলমান নাটকের ব্যস্ততা, কাজের নানা প্রসঙ্গ ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন এই অভিনেত্রী।
ক্যারিয়ার প্রথম দিকে পরিচিতি বাড়ানোর জন্য অনেক বেশি নাটকে অভিনয় করছেন তিনি। কিন্তু হঠাৎ করেই কাজ কেন কমিয়ে দিলেন তিনি এমন প্রশ্নে শান্তা বলেন, ‘কম কাজ করে কীভাবে ভালো করা যায়, সেই চেষ্টা করছি। ভালো কাজ দিয়েই দর্শক চিনুক, এটাই চাই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদিও অনেক ভালো কাজও সেভাবে দর্শকপ্রিয়তা পায়নি। দেখা গেছে, চিত্রনাট্য সুন্দর কিন্তু উপস্থাপনা যথাযথ নয়। আবার কিছু কাজের জন্য প্রশংসাও জুটেছে। ক্যারিয়ারের জন্যও এটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা’।
এছাড়াও পরিচালকদের সাথে ভালো বন্ধুত্ব কিন্তু তার চিত্রনাট্য পছন্দ হচ্ছে না সেসব ক্ষেত্রে কিভাবে পরিস্থিতি সামাল দেন জানতে চাইলে শান্তা বলেন, ‘বাধ্য হয়ে আমি খুব একটা কাজ করিনি। পরিচালকদের সঙ্গে সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি, সবার সঙ্গে আমার পেশাগত সম্পর্ক।‘
অভিনয়ে জুটি হিসেবে কাজ কার করতে চান কিনা, করলে কাকে দেখতে চান সহশিল্পী হিসেবে জানতে চাইলে শান্তা বলেন, সবার সঙ্গে একটি, দুটি বা বেশি কাজ করেছি। কিন্তু জুটি হয়ে পরপর কারও সঙ্গে কাজ করা হয়নি। জুটি হয়ে কাজ করতে ভালোই লাগে। শৈশবে অনেক অভিনয়শিল্পীকে জুটি হিসেবে দেখে ভালো লাগত। তখন ভাবতাম, ওর সঙ্গেই যেন ওর বিয়ে হয়। এখন নাটকের যে জুটি, তারাও কিন্তু ভালো করছে। আমারও কারও সঙ্গে জুটি হলেও সমস্যা নেই’।
আসন্ন ঈদের জন্য ১০টির ও বেশি নাটকে শুটিং করেছেন অভিনেত্রী মারিয়া শান্তকে। তবে সব গুলো নাটক সময় মতো দর্শক দেখতে পারবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন এই অভিনেত্রী।