আসছে মহাকাব্য রামায়ন নিয়ে সিনেমা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এর ফার্স্ট লুক টিজার। রামায়নে সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে। দর্শকেরাও মনে করছেন, এর থেকে ভালো কাস্টিং আর হতে পারে না।
ব্যক্তিজীবনে সাই পল্লবী বড্ড সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত। এর আগে একাধিক সংবাদমাধ্যমে নিজের জীবনযাত্রা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। এমনকি পর্দায় অহরহ সিনেমায় নাম লেখান না তিনি। কাজ করেন বেছে বেছে। টাকার চেয়ে কাজের মানের দিকেই নজর অভিনেত্রীর। এই কারণে তিনি কোটি টাকার প্রস্তাবও ফিরিয়েছেন অনায়াসে।
জানা যায়, ফর্সা হওয়ার একটি ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাই পল্লবী। দুই কোটি টাকার সেই বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করেছিলেন কারণ তিনি ভারতীয় নারীদের অপমান করতে চাননি। এক সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি বলেছিলেন, ‘ওই ধরনের বিজ্ঞাপন করা মানে ভারতীয় নারীদের অপমান করা। আমি এটা কখনোই করব না। ভারতীয়দের রং এমনই।‘
সাই পল্লবী বিশ্বাস করেন, কৃত্রিমতায় নয়, দর্শকেরা তাকে ভালবাসবেন সহজ স্বাভাবিক রূপেই। সাই পল্লবী মনে করেন, কেবল প্রচারের চেয়ে অনেক বেশি জরুরি ভালো অভিনয় করা। অভিনয়ের মানোন্নয়ন করা। সেই কারণে তিনি প্রচারের আলো থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন।