সমসাময়িক বিভিন্ন বিষয়ে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত পোষণ করে থাকেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পতনের দাবি থেকে শুরু করে, নতুন সরকার গঠন- সব বিষয়েই কথা বলেছেন তিনি। এবার আন্দোলনে আহতদের প্রসঙ্গ তুলে ব্যবসায়ীদের প্রতি নতুন এক আহ্বান জানালেন ফারুকী।
১৮ আগস্ট একটি স্ট্যাটাস পোস্ট করে ফারুকী লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহবান আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করেন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’
নির্মাতা যোগ করেন, ‘নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করেন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। করে সেটা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন।’
সবশেষে ফারুকী আশা করছেন এই উদ্যোগে সরকার সংশ্লিষ্টরাও সহায়তা করবেন। কেননা, ‘হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ’।