আজ ২৬ সেপ্টেম্বর, রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক শাস্ত্রীয়সংগীত অনুষ্ঠান ‘সুনাদ’।
আজ প্রথম দিন রাগইয়ামান পরিবেশন করেন শাশ্বত কুমার মন্ডল, মিথীলা ফাল্গুনী মন্ডল, কুমার বিক্রমাদিত্য সরকার, দিব্যশ্রী সাহা, মাহির আজমাইন ইভান, ত্বকী ইয়াসার আইমান, সদ্য মজুমদার। এরপর ছিল সোহিনী মজুমদারের সেতার বাদনে কাফি রাগ। তার সাথে তবলায় ছিলেন নুসরাত ই জাহান খুশবু। পরবর্তীতে ছিল অনিয়া পালের কণ্ঠে খেয়াল। এসরাজ ও সারেঙ্গির দ্বৈত বাদনে ছিল দেশ রাগ। পরিবেশন করেছেন সৌমিত রায় ও নিলয় হালদার। টিঙ্কু শীল ধ্রুপদ পরিবেশন করেন। সবশেষে সজীব বিশ্বাসের একক তবলা বাদনে প্রথমদিনের আয়োজন শেষ হয় ।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে —
- ধ্রুপদ পরিবেশন করবেন সংগীতালয়ের নবীন ছাত্রছাত্রী – অম্বর জন পিউরিফিকেশন, আবৃত্তি মেরি পিউরিফিকেশন, লিলিয়ান অড্রি বিশ্বাস, প্রফুল্ল অংশুমান, প্রথমা রানী সরকার, আয়ূশী সাহা, টিউলিপ নন্দী। তাদের পাখোয়াজে থাকবেন দেবাদিত্য বণিক।
- একক সারেঙ্গি বাজিয়ে শোনাবেন শৌণক দেবনাথ ঋক। তাকে তবলায় সহযোগিতা করবেন কুমার প্রতিবিম্ব।
- দিব্যময় দেশ ধ্রুপদ শোনাবেন। তার সঙ্গে পাখোয়াজ ও তানপুরাতে থাকবেন কুমার প্রতিবিম্ব এবং অপূর্ব কর্মকার।
- তবলায় তিনতাল পরিবেশন করবেন নবীন ছাত্রছাত্রী – ওম অভ্র চৌধুরী, অপূর্ব জ্যোতি দত্ত, অর্জিত অনূনাদ এবং অর্কিড কস্তা। তাদের সঙ্গে হারমোনিয়ামে সংগত করবেন ফাহমিদা নাজনীন।
- একক খেয়াল পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ শুচি। তাঁকে তবলা, হারমোনিয়াম ও তানপুরায় সহযোগিতা করবেন আপন বিশ্বাস, মিরাজুল জান্নাত সোনিয়া এবং অপূর্ব কর্মকার।
- সবশেষে সরোদ পরিবেশন করবেন ইলহাম ফুলঝুরি এবং ইসরা ফুলঝুরি খান। তবলায় থাকবেন ফাহমিদা নাজনীন।