স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা ইসাবেল হারগুয়েরার হাত ধরে প্রাণ ফিরে পেয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বই ‘সুলতানাস ড্রিম’। বইটির গল্প থেকে এই পরিচালক নির্মাণ করেছেন একটি অ্যানিমেটেড সিনেমা। আর সিনেমাটির প্রিমিয়ার হয়েছে সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি।
এখন থেকে প্রায় দশ বছর আগের কথা। পরিচালক ইসাবেল নাকি ভারতে ঘুরতে এসে দিল্লির একটি আর্ট গ্যালারিতে সন্ধান পায় ‘সুলতানাস ড্রিম’ শীর্ষক বইয়ের। এর নারীপ্রধান চরিত্রটিকে তার পছন্দ হয় সেদিনই। বইয়ের গল্পে ছবি নির্মাণের বাসনা সেখান থেকেই আসে। স্পেনের পরিচালকের ভাষ্যমতে, “সুলতানার গল্পটি আমাকে অনুপ্রাণিত করেছিল। আমার কাছে মনে হয়েছিল, হাতে সমৃদ্ধ কিছু পেয়েছি। কারণ এখানে নারীদের ভিন্ন ভাবে চিন্তা করার প্রসঙ্গেগুলো দেখানো হয়েছে।”
অ্যানিমেশনের জন্য স্প্যানিশ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে হাতে আঁকা, টুডি এবং জলরঙ। দৃশ্যগত দিক থেকে এতে তিনটি গল্প আলাদা করে উপস্থাপন করা হয়েছে। পরিচালকের ব্যক্তিগত সাক্ষাৎ, বেগম রোকেয়ার জীবন এবং লেডিল্যান্ডের গল্পকে একত্রিত করে তৈরি করা হয়েছে এটি। নারী জাগরণের এই অগ্রদূতের জীবনের ঘটনা দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে ‘অ্যাম্বিয়েন্স অব শ্যাডো থিয়েটার’, যা কিনা গত শতাব্দীর ভারতের বিনোদনের একটি জনপ্রিয় ফর্ম।
১৭ নভেম্বর স্পেন–ভারতসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।