Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বেইলি রোড ট্র্যাজেডিতে শোকাচ্ছন্ন শোবিজ

বেইলি রোড ট্র্যাজেডিতে শোকাচ্ছন্ন শোবিজ | ছবি: সংগৃহীত

লিপ ইয়ার, দীর্ঘ চার বছর পর পর ফিরে আসে ২৯ ফেব্রুয়ারি। তাই স্বভাবতই প্রতিটি শৌখিন মানুষ চায় দিনটাকে একটু বিশেষভাবেই কাটাতে। ২০২৮ সালে সোশ্যাল মিডিয়ায় চার বছর আগের স্মরণীয় দিনটিকে মেমোরিতে দেখতে অনেকেই পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে বিভিন্ন জায়গার পাশাপাশি গিয়েছিলেন, বেইলি রোডের অন্যতম জনপ্রিয় বহুতল ভবনে। যেখানে কেবল শপিং মল নয়, রয়েছে কাচ্চি ভাই, পিজ্জা ইনের মত দারুণ কিছু রেস্তোরাও।

আর এবছরের এই অধিবর্ষ উদযাপন কাল হয়ে দাঁড়ালো বেইলি রোডে গল্প-আড্ডায় মশগুল মানুষ গুলোর জন্য। রাত পৌনে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ঝরে যায় ৪৬টি তাজা প্রাণ! গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছে আরো অনেকে।

হৃদয়বিদারক এ দুর্ঘটনায় দেশবাসীর মাঝে নেমেছে শোকের ছায়া। বাদ যাননি শোবিজ অঙ্গনের মানুষ গুলোও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন ক্ষোভ, জানিয়েছেন শোকবার্তা।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান শোকবার্তায় লিখেছেন, ‘কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন।’

বাদ যাননি শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী। ঢাকাই সিনেমার কুইন অপু বিশ্বাস লিখেছেন, ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।’

চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি! মহান আল্লাহপাক ভুক্তভোগী পরিবারগুলোর সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন!’

বাকরুদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী তেমন কিছুই বলতে পারলেন না। কেবল ভবনটির পূর্বের ও বর্তমান অবস্থার ছবি শেয়ার করে লিখেছেন, ‘হায়রে বেইলি রোড!’

নাটক ও টেলিফিল্মের প্রিয়মুখ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের তালিকা শেয়ার করে তাদের জন্য বেহেশত কামনা করেছেন।

নির্মাতা শরাফ আহমেদ জীবন এই ঘটনার বিচার দাবি করে লিখেছেন, ‘আহা! বেইলি রোড! দায়িত্বহীনতার বিচার হোক।’

অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

অভিনেত্রী জাহারা মিতু শোক প্রকাশ করে লিখেছেন, ‘নিমতলী থেকে বেইলি রোড, বঙ্গবাজার থেকে নিউমার্কেট। একের পর এক ঘটে যাবে এমন ঘটনা। ক্ষণিক সময়ের আহাজারি শেষে আমরা মেতে উঠব বিপিএলের ফাইনাল কিংবা বাদশাহর কনসার্টের মতো কোনো ইভেন্টের আনন্দে।’

বেইলি রোড অগ্নিকান্ডে ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া হারিয়েছেন তার প্রিয় বান্ধবীকে।

শোক প্রকাশ করেছেন জায়েদ খান, আশনা হাবিব ভাবনা, তাসনিয়া ফারিণসহ শোবিজ অঙ্গনের আরও অনেকে। যেমনটা নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘এমন ভয়ংকর ২৯ ফেব্রুয়ারি আর কখনও না আসুক!’

আসলেই তাই। দেশবাসী এমন বিষাদময় ২৯ ফেব্রুয়ারি আর না দেখুক।

লেখা: নূফসাত নাদ্বরুন

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৩৬-২৪-৩৬: বিনোদন নাকি বাস্তবতার গল্প?

তথাকথিত সমাজে বর্তমানে একটা মেয়ে সুন্দর হয়ে ওঠে তার শরীরের গঠনে। আর নারীর শরীরের সেই পার্ফেক্ট গঠনের নির্দিষ্ট…
0
Share