ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে কাজে মনোযোগী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভক্তদেরকে নতুন কিছু উপহার দিতে বুবলী যেমন নিবেদিত, অভিনেত্রীর ভক্তদের দিক থেকেও তার প্রতি ভালোবাসার নেই কোনো কমতি। এই বিষয়টিরই প্রমাণ মিললো আরও একবার।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পরপর দুইটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। দুটি ভিডিওতেই উৎসুক মানুষের ঢল দেখা যাচ্ছে। শুটিং দেখার জন্যই মূলত অপেক্ষা করছেন মানুষগুলো।
প্রথম ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘কত কষ্ট করে এই ভালোবাসার মানুষগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে শুটিং দেখে। অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এভাবেই আপনাদের ভালোবাসা এবং দোয়ায় থাকতে চাই সবসময়’।
দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা, চলছে সিনেমার শুটিং’। এই ভিডিওতেও উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে বুবলীকে কেন্দ্র করে। বুবলীও হাত নেড়ে সাড়া দিচ্ছেন তার দর্শকের।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে ‘পুলসিরাত’ শীর্ষক নতুন একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনী-চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ ছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’, ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’ ও ‘খেলা হবে’ সিনেমা। তাছাড়া সম্প্রতি বুবলী নাম লিখিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতেও। নির্মাতা রাশেদ রাহা পরিচালিত টলিউডের সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এ তাকে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাসের সাথে।