Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ৯, ২০২৫

বিশাল চমক আর শাহরুখ-প্রিয়াঙ্কার পুনর্মিলনে আসছে ‘ডন ৩’  

বলিউডে ‘ডন ৩’ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার সেই আলোচনা আবারো তুঙ্গে। ফারহান আখতারের এই ছবিতে আসছেন বলিউডের বিখ্যাত সব তারকারা। ঘটতে যাচ্ছে শাহরুখ-প্রিয়াঙ্কার পুনর্মিলন।

১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’। এতে ডন হয়ে সাড়া ফেলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে আবার তৈরি হয় ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’। সেখানে বাজিমাত করেন শাহরুখ। ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ দিয়েও পর্দায় ঝড় তুলেছেন তিনি। তবে ‘ডন ৩’–এ থাকছে বড় রদবদল। শাহরুখের বদলে এবার ‘ডন’-এর চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।

শোনা যাচ্ছে, ছবির নায়িকা হিসেবে থাকছেন কিয়ারা আদবানি। মা হওয়ার পর এটিই হতে যাচ্ছে কিয়ারার প্রথম ছবি। তবে এখানেই শেষ নয়।

জানা গেছে, এই ছবিতে বিশেষ চরিত্রে ফিরতে পারেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে তার উপস্থিতি ঠিক কতটুকু, সেটা এখনও পরিষ্কার নয়। আরও চমক হিসেবে থাকছে শাহরুখের ফেরা। এ সিনেমায় মূল চরিত্রে না থাকলেও ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন কিং খান। তবে সেটা শুধু ক্যামিও নয় বরং ‘গ্র্যান্ড ক্যামিও’-র পরিকল্পনা করেছেন নির্মাতা।

শোনা যাচ্ছে, ফারহান ও শাহরুখের মধ্যে ইতিমধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। ছবির গল্প, চরিত্র, দৃশ্য—সবকিছু নিয়েই বিশদ আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বলিউড মহলের খবর, শাহরুখ এই বিশেষ উপস্থিতির জন্য মৌখিক সম্মতি দিয়েছেন। তবে এই ক্যামিও হবে ঠিক কী ধরনের—গেস্ট অ্যাপিয়ারেন্স, নাকি ভবিষ্যতে বড় কিছু পরিকল্পনার ইঙ্গিত, তা এখনো রহস্য।

ছবিতে থাকছে আরও বড় টুইস্ট। ছবির মূল ভিলেনের চরিত্রে থাকবেন বিক্রান্ত ম্যাসি। তাঁকে এই চরিত্রে দেখা যাবে একদম নতুন রূপে।

জানা গেছে সব ঠিক থাকলে ২০২৬ সালের বড় কোনো উৎসবে মুক্তি পেতে “ডন ৩”।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার তিন কোটি টাকা পারিশ্রমিক নিলেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শাকিব খানের পারিশ্রমিক এখন ধরাছোঁয়ার বাইরে। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে…

অভিনেত্রী সিমি গারেওয়াল; পতৌদির প্রেম আর রতন টাটার দুঃখ  

ভারতের ৭০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল। ১৯৪০ সালের ১৭ অক্টোবর ভারতের পাঞ্জাবের এক গারেওয়াল…

আলিয়ার ৭৭ লাখ রুপি চুরি, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন বেদিকা শেঠি। এ সময়ে অভিনেত্রীর…

গণমাধ্যম ও গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির করা মানহানি মামলা বাতিল

মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশ করার জেরে গৃহকর্মী পিংকি…
0
Share