দেশীয় শোবিজ মিডিয়ার গ্ল্যামার গার্ল সেমন্তী সৌমি। এই মডেল – অভিনেত্রী সবসময়ই স্টাইলিশ ও বোল্ড লুকের জন্য আলোচনায় থাকেন। কিন্তু ভ্যালেন্টাইন উইক সম্পর্কে তার কোনো ধারণা নেই! প্রপোজ ডে, হাগ ডে, প্রমিজ ডে—এসব সম্পর্কে কিছুই জানেন না বলে জানান সেমন্তী।
ভ্যালেন্টাইন ডে নিয়ে ধারণা না থাকলেও সেমন্তী নাকি প্রেমের প্রস্তাব অনেক বলে জানান। এই বিষয়ে বলেন, অনেক প্রেমের অফার পেয়েছি, এখনও পাই। এটা নিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি!
কবে বিয়ে করবেন – এমন প্রশ্নের উত্তরে সেমন্তী সৌমি বলেন, ২০২৫ বা ২০২৬ সালে বিয়ের ইচ্ছা আছে। তবে এখনো মনের মতো পাত্র পাইনি। কেমন পাত্র চান- এমন প্রশ্নের জবাবে সৌমি বললেন, ‘এমন ছেলে যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায়?’ তাই সাংবাদিক ভাইয়েরা যদি এমন পাত্র ঠিক করে দিন, আমি বিয়ে করবো।