আলো আসবেই মানে হতে পারে পথ প্রদর্শক, হতে পারে নতুন দিনের হাতছানি, হতে পারতো টেলিকম কোম্পানির কোন শ্রোতাপ্রিয় জিঙ্গেল। তা না হয়ে ‘আলো আসবেই’ হয়ে গেল এমন একটি অধ্যায় যাকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পী সমাজ বিভক্ত। এই সেই সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে এক সহকর্মীকে গালমন্দ করেছে, আবার কখনো তালিকায় টুকে রাখা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া এই সব ডিজিটাল গ্রুপ নিয়েই এবারের চিত্রালী স্পেশাল।
রাজকীয় লুকে বুবলী – নজর কেড়েছে চিত্রনায়িকা
নতুন লুকে চমকে দিলেন স্টাইল আইকন বুবলী ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি…