৬ সেপ্টেম্বর প্রকাশিত মার্কিন র্যাপার মেগান দ্য স্টালিয়নের সঙ্গে ‘নেভা প্লে’ শিরোনামে গান দিয়ে প্রথমবারের মত কোনও কোরীয় শিল্পী হিসেবে বিলবোর্ডের আর অ্যান্ড বি/হিপহপ ডিজিটাল গানের তালিকায় শীর্ষে উঠেছেন দক্ষিণ কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএস লিডার আরএম।
ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেভা প্লে’ দিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আরএম। বিলবোর্ডের আর অ্যান্ড বি/হিপহপ ডিজিটাল গানের তালিকায় শীর্ষ রয়েছে ‘নেভা প্লে’।
২০২২ সালেও ‘ক্লোজার’ গান দিয়ে প্রথম কোনো কোরীয় শিল্পী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন আরএম। তিনিই প্রথম কোনো কোরিয়ান শিল্পী, যার গান অ্যান্ড বি/হিপহপ ডিজিটাল তালিকার শীর্ষে উঠেছে।
৬ সেপ্টেম্বর প্রকাশিত গানটি এরই মধ্যে ছাড়িয়েছে ১৬ মিলিয়ন ভিউ!
উল্লেখ্য, ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত প্রদর্শিত হতে যাচ্ছে নিয়ে ‘আরএম: রাইট পিপল, রং পিপল’।