বিক্রি হয়েছে ভারতের বান্দ্রায় অবস্থিত প্রয়াত কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমারের বাংলো। যেটি কিনেছেন অ্যাপকো ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে, দিলীপ কুমারের বাংলোটি পরিবারের অনুমতিতেই বিক্রি হয়েছে। ২০২৩ সালে সেই বাংলোটি ভেঙ্গে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তোলা হয়েছে। যেখানে দিলীপ কুমারের অংশ ট্রিপ্লেক্স। যার আয়তন ৯,৫২৭.২১ বর্গফুট। এটি সম্প্রতি অভিনেতার পরিবার ১৫৫ কোটি টাকায় বিক্রি করেন।
বিক্রি হওয়া ট্রিপ্লেক্স ৯ম, ১০ম ও ১১তম এ তিন তলায় বিস্তৃত। যার প্রতি বর্গফুটের হার ১.৬২ লাখ টাকার কাছাকাছি। এ অ্যাপার্টমেন্ট নিবন্ধনের জন্য প্রদত্ত স্ট্যাম্প শুল্কমূল্য ৯.৩০ কোটি টাকা।
জানা গেছে, গত বছর দিলীপ কুমারের পরিবার রিয়েলটি ডেভেলপার আশার গ্রুপের সাথে একটি চুক্তি করে। ওই চুক্তিতে পালি হিল প্লটে (কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের বাংলোর অবস্থান) একটি বিলাসবহুল আবাসিক প্রকল্প তৈরির নির্দেশনা থাকে।
চুক্তিতে আবাসিক প্রকল্পের তিন তলার ট্রিপ্লেক্স ছাড়াও মহানায়কের উদ্দেশে একটি জাদুঘর তৈরির কথা থাকে। সে চুক্তি অনুযায়ী, দিলীপ কুমারের জীবন এবং তার উল্লেখযোগ্য অবদানকে উৎসর্গ করে নিচতলায় একটি যাদুঘরও স্থাপন করে রিয়েলটি ডেভেলপার আশার গ্রুপ। টাওয়ারের নিচতলায় অভিনেতার জাদুঘরে সহজে প্রবেশের জন্য আলাদা প্রবেশদ্বারেরও ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, নিজের ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ‘মুঘল-ই-আজম’, ’ আন্দাজ’, ‘দেবদাস’, ‘কোহিনূর’-এর মত ৬৩টি সিনেমা। পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণের মত পুরস্কারের সম্মান! অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার গিনেজ রেকর্ডও রয়েছে অভিনেতা দিলীপ কুমারের।