জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এ কথাটি যেমন চিরন্তন সত্য, আরও এক সত্য হলো- এ স্বাদ কেবল একবারই গ্রহণ করে জীব। মৃত্যু একবার হলেও গুজবের কাছে স্বনামধন্য তারকাদের হার মানতে হয় বারবার। এসব গুজবের বেশির ভাগই তারকাদের পর্যন্ত না পৌঁছালেও, কিছু কিছু অনাকাঙ্খিত সংবাদ ব্যথিত করে তাদেরকেও। এমনই এক সংবাদ বিপাকে ফেলেছিল বলিউড অভিনেত্রী কাজলকে।
বেঁচে থেকেও এখন পর্যন্ত গুজবে বেশ কয়েকবার মৃত্যুবরণ করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত কাজল। একবার এই ভয়ংকর দুঃসংবাদ বেশ প্রভাব ফেলেছিল অভিনেত্রীর জীবনে। কেননা, কাজলের মাকে অপরিচিত এক ব্যক্তি মোবাইলে ফোন করে জানান বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মেয়ের।
সম্প্রতি ‘দো পাত্তি’ সিনেমার প্রমোশনে নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথাই জানান কাজল। অভিনেত্রী বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি। তবে একবার বিষয়টা হাতের বাইরে চলে যায়।’
কাজল যোগ করেন, ‘প্রায় ১০ বছর আগের কথা, একবার মায়ের কাছে ফোন আসে বিমান দুর্ঘটনায় নাকি মারা গেছি। ঐ সময় নেটদুনিয়া সচল ছিল না। তাই আমার ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মাকে। খবরটি শুনে তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মায়ের।’
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার তথ্যানুযায়ী, কাজলের মৃত্যু নিয়ে সেই সময় ভারতীয় গণমাধ্যমে নিউজও হয়েছিল। একে তো ফোন আসা, তার উপর গণমাধ্যমের সংবাদ, সব মিলিয়ে কাজলের পরিবার মানসিকভাবে চাপের সম্মুখীন হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে জীবনের পঞ্চাশ বসন্তে পা রেখেছেন কাজল। তার ছেলে-মেয়েরাও এখন বেশ বড় হয়ে গেছে। ফলে মাঝে কিছুটা বিরতি নেওয়ার পর কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন অজয় পত্নী। বর্তমানে তিনি আলোচনায় আছেন ‘দো পাত্তি’ ওয়েব ফিল্মের কারণে। এদিকে কাজলের ভক্তরাও চান, কাজল যেন মৃত্যুর গুজবের কারণে সংবাদের শিরোনাম না হয়ে এভাবেই সিনেমা উপহার দিয়ে সংবাদের শিরোনাম হতে থাকেন।