Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ১০, ২০২৪

‘বাংলাদেশ’ গাইতে দেওয়া হত না জেমসকে?

নগরবাউল ব্যান্ডের জেমস | ছবি: ফেসবুক

বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় সংগীতপ্রেমীদের দেয়ালে দেয়ালে ঘুরে বেড়িয়েছে যে গানের লিরিক্সে শুধু ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমসকে তার ‘বাংলাদেশ’ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি।

গেল ৫ আগস্ট দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর এমন অনেক অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। ঠিক তেমনই এক অভিযোগ আসে ‘বাংলাদেশ’ শিরোনামের গানে। এখানে ব্যবহার করা বাক্য দুটি এমন—’তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।‘

গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। বলা হচ্ছে, ‘শহীদ জিয়া’ শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে। বিষয়টি আদৌতে কতটা সত্য—জানতে চাওয়া হয়েছিল জেমসের ব্যান্ড নগরবাউলের কাছে।

নগরবাউলের হয়ে গণমাধ্যমকে ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, ‘এমন বাধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা অভিযোগ হতো। আমরা তো কখনও বলিনি।’

রবিন আরও যোগ করে বলেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের রক লিজেন্ড জেমস। চার দশকের ক্যারিয়ার অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তারই একটি হলো ‘বাংলাদেশ’। গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি আছে কীর্তিমানদের নামও।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শেখ হাসিনার ফোনালাপ ও শিল্পীদের দায়িত্ব নিয়ে যা বললেন ফারুকী 

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আবারও তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের সাবেক সরকারের সমালোচনা করেছেন।

আসছে ‘বেষ্ট ফ্রেন্ড ২.O’

নির্মাতা প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেষ্ট ফ্রেন্ড’ নাটকের নতুন কিস্তি ‘বেষ্ট ফ্রেন্ড ২.O’ নিয়ে ফিরছে ফারহান…
0
Share