কো’টা সংস্কারের দাবিতে ছা’ত্র-ছা’ত্রীদের আ’ন্দো’লন ও তাদের উপর হামলার ঘটনায় উত্তাল সারাদেশ। বিষয়টি নিয়ে এবার কথা বললেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।
অভিনেতা তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে একটি স্ট্যাটাস পোস্ট করে নিজের মতামত জানিয়েছেন।
চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে শাকিব লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’
শাকিব ছাড়াও এ বিষয়ে শোবিজের অনেক তারকাই কথা বলেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি, পূজা চেরি, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সহ আরও অনেকে।
প্রসঙ্গত, গেলো দুই সপ্তাহ ধরে চলছে সরকারি চাকরির ক্ষেত্রে কো’টাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন। যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শি’ক্ষা’র্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর অনাকাঙ্খিত হামলা চালানো হলে উত্তাপ ছড়িয়ে পড়ে সারাদেশে। হা’ম’লায় আহত হন কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী। এমনকি মৃত্যুও হয়েছে কয়েকজনের।