বাংলা ভাষার অবমাননায় রুপমের প্রতিবাদ
ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী প্রান্তিক হিন্দু ও মুসলমানদের উপর চলছে বিজেপি সরকারের দমনপীড়ন। অনেক ভারতীয় নাগরিককে বাংলাদেশী আখ্যা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করছে ভারত সরকার। বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দেওয়া শুধু নামের পরিবর্তন নয়, এটি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের গর্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার একটি প্রতীকী উদ্যোগ।
সম্প্রতি, দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে বাংলায় লেখা কয়েকটি নথি জব্দ হয়েছে। সেই সব নথি যাচাইয়ের জন্য একজন ট্রান্সলেটার দরকার বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল।
আর এই বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে আখ্যায়িত করার কারণে সামাজিক মাধ্যমে গর্জে উঠলেন রূপম। স্পষ্ট জানালেন, এই ধরনের কাজ একেবারেই মূর্খামি! রূপম তার এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কী দেশের ২২টি ভাষার একটি নয়! কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এই ধরনের কাজ একেবারে মূর্খামির পরিচয়। ধিক্কার জানাই।’
রূপম ইসলাম বিখ্যাত বাংলা রক্ ব্যান্ড ফসিলস্-এর প্রধান কন্ঠ শিল্পী। তার গাওয়া “এই একলা ঘর আমার দেশ” গানটি বেশ জনপ্রিয়।