রোববার ৪ মে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। ভিডিওতে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন বাবিল। এ সময় অঝোরে কাঁদতে কাঁদতে বেশ কয়েকজন বলিউড তারকার নামও বলেন। এমনকি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে দেন তিনি। গতকাল বিকেলে বাবিলের ঘটনা নিয়ে তার পরিবারের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়। এদিকে গতকাল রাতে আবারও ইনস্টাগ্রামে ফিরেছেন বাবিল। ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
বাবিলের ইনস্টাস্টোরিতে দেখা যায়, কুবরা সেটের ভাগ করে নেওয়া একটি বিবৃতি। সেখানেই অভিনেতা কৃতজ্ঞতা জানান সবাইকে। তিনি লেখেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ।
ভিডিওটির অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি অনন্যা পান্ডে, শানায়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রাঘব জুয়াল, অরিজিৎ সিংয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম।’এরই পাশাপাশি বাবিল জানিয়ে দেন, তিনি ক্লান্ত। লেখেন, ‘এর থেকে বেশি কিছু বলার শক্তি আমার নেই এখন। তবে আমার সহযোগীদের জন্য এইটুকু লিখতেই হচ্ছে, আমি তাদের শ্রদ্ধা করি’।
গতকাল তার টিমের পক্ষ থেকে জানানো হয়, বাবিল মানসিক উদ্বেগে ভুগছেন। তার মা সুতপা সিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাবিলের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। যেসব তারকার নাম তিনি করেছেন, তাদের ভুয়া বলে দাবি করেননি; বরং তারাই বলিউডের ভালো চান বলতে চেয়েছেন।
এদিকে আগের ভিডিওতে বাবিল যেসব তারকার নাম বলেছিলেন তাদের মধ্যে রাঘব জুয়ালও ছিলেন। তিনি বাবিলের আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘ওর মা, সুতপা ম্যামের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, ওর অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। ও এখন হায়দরাবাদে রয়েছে। কাল থেকে ওর শুটিং শুরু হওয়ার কথা ছিল’।
বাবিলকে বিশ্রামের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘এখন ওকে কথা বলতে দেওয়া উচিত নয়। আমরা সবাই বাবিলের সঙ্গে আছি। কিন্তু লড়াইটা ওর একার। ওকে বাস্তবে ফিরতে হবে। ওর পরিবারের ঐতিহ্য ওকে বহন করতে হবে, কিন্তু পরম্পরার ভারে যেন ও চাপা না পড়ে যায়!’