প্রথমবারের মত পর্দায় জুটি বেঁধে দেখা দিতে যাচ্ছেন অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ ও ফারিন খান। তিন জুটির গল্প নিয়ে নির্মিতব্য ‘ত্রিভুজ’ শীর্ষক ওয়েব ফিল্মে কাজ করছেন তারা।
মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে ‘ত্রিভুজ’ ফিল্মটি বানাচ্ছেন আলোক হাসান। জানা গেছে, সিনেমার গল্পটি হতে যাচ্ছে সোশ্যাল ড্রামা বেজড। যেখানে দেখানো হবে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হোক কিংবা নীতির দ্বন্দ্ব, ছবিতে ফুটে উঠবে সমাজের উঁচু-নিচু ভেদাভেদ। একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির কাহিনী।
রাজধানীর উত্তরায় ইতিমধ্যেই শুরু হয়েছে ‘ত্রিভুজ’-এর শুটিং। নতুন কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে বর্ষণ বলেন, “চমৎকার একটি গল্পের ফিল্ম হতে যাচ্ছে ত্রিভুজ। আমার চরিত্রটিও দারুণ।” অভিনেতা আরও জানান, দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হবে ওয়েব ফিল্মটি, এমনই বিশ্বাস তার।
এদিকে ফারিন জানান, “প্রথম শুনেই গল্পটি ভালো লেগেছে। ত্রিভুজ শব্দটি শুনলেই সবাই মনে করে ত্রিভুজ প্রেমের গল্প। কিন্তু এখানে প্রেমের সঙ্গে পরিবার আর সমাজের সুন্দর একটা মেলবন্ধন আছে। তিনটি জুটি কাজ করছে এতে। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।”
বর্ষণের সাথে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। এই প্রথম তাঁর সঙ্গে কাজ করছি। এ ছাড়া এই প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করছি। এর আগে ‘প্রচলিত’ ওয়েব সিরিজে কাজ করলেও ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। অনেক কিছু প্রথম হলেও আশা করছি ত্রিভুজের গল্প দর্শকদের আপ্লুত করবে।”
প্রসঙ্গত, বর্ষণ-ফারিণ ব্যতিত ‘ত্রিভুজ’ সিনেমায় অন্য দুই জুটির চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় ও আনিকা কবির শখ এবং সোহেল মণ্ডল ও মৌসুমী মৌকে। সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি শীঘ্রই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।