বাংলাদেশে দেড়মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। একারণেই সংগীতশিল্পী আসিফ আকবর সকলের কাছে আহ্বান জানিয়েছেন হাতে হাত রেখে বন্যা মোকাবিলার।
২১ আগস্ট আসিফ তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ।’
সমসাময়িক যেকোনো বিষয়ে সর্বদাই নিজের মতামত প্রকাশ করে থাকেন আসিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তিনি ছিলেন সরব। সোশ্যাল মিডিয়ায় তো বটেই, রাজপথে নেমেও প্রতিবাদী কথা বলেছেন তিনি। এবার বন্যার কারণে দেশের মানুষের দুঃসময়েও তিনি আওয়াজ তুললেন।
উল্লেখ্য যে, পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাছাড়া লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে প্রকাশিত ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন আসিফ আকবর। এরপর থেকে তিনি তার ভক্ত ও অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন।