গত বছর সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পেল ১ বছর পরে। বঙ্গের ফেসবুক পেইজ এই তথ্য নিশ্চিত করেছে এবং পরিমনি ফেসবুকে এই তথ্য শেয়ার করেছেন।
কাগজের বউ সিনেমার গল্প প্রসঙ্গে সেসময় পরীমনি বলেন, ‘চেনা গল্পকে নতুন করে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের ছুঁয়ে যাবে গল্পটা। চোখের জলেও ভাসাবে। সত্যি বলতে কাগজের বউ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।’