অমর একুশে বইমেলায় তারকাদের বই প্রকাশ নতুন কিছু নয়। তাইতো প্রতিবারের মতো এবারের বইমেলাতে এসেছে নাটক – সিনেমার অভিনয়শিল্পী থেকে শুরু করে সংগীতশিল্পীদের নতুন বই।
আবুল হায়াত, অভিনয়শিল্পী
প্রিয় বাংলা প্রকাশন থেকে আসছে একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াতের নতুন উপন্যাস ‘অপমান’। বই প্রকাশ নিয়ে গণমাধ্যমকে আবুল হায়াত জানান, “লেখালেখির সাথে অনেকদিন ধরেই যুক্ত আছি। কখনো কলাম, কখনো নাটক, কখনো গল্প লিখি। এবার লিখেছি উপন্যাস। আশা করছি পাঠকদের ভালো লাগবে।”
জয় শাহরিয়ার, কণ্ঠশিল্পী
সঞ্জীব চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণায় আজব প্রকাশনা থেকে আসছে কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের ‘সঞ্জীবনামা’।
ভাবনা, অভিনয়শিল্পী
মিজান পাবলিশার্স নিয়ে আসছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন উপন্যাস ‘কাজের মেয়ে’।
বিদ্যা সিনহা মিম, অভিনয়শিল্পী
নতুন প্রচ্ছদে, নতুন মুদ্রণ নিয়ে শব্দশিল্প প্রকাশনা থেকে আসছে বিদ্যা সিনহা মিমের উপন্যাস ‘পূর্ণতা’। এ বিষয়ে মিম বলেন, “পূর্ণতা বেশ কয়েকবছর আগে প্রকাশ হয়েছিল । পাঠকরা দারুণভাবে গ্রহণ করেছেন । এবার নতুনভাবে বইটি আসছে জেনে অনেক আনন্দিত।”
ফারজানা ছবি, অভিনয়শিল্পী
মিজান পাবলিশার্স থেকে ‘জলছবি’ উপন্যাস দিয়ে প্রথমবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী ফারজানা ছবি।
পুতুল, কণ্ঠশিল্পী
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ‘কালো গোলাপ বৃত্তান্ত’ নিয়ে আসছেন অনন্যা প্রকাশনী থেকে ।
এছাড়াও অন্যপ্রকাশ স্টলে সাংবাদিক ও লেখক তানভীর তারেকের ‘শেষ ভ্রমণের আগে’, আজব প্রকাশনা থেকে হক ফারুক আহমেদের পপ সম্রাট আজম খানকে নিয়ে ‘গুরু’, অনিন্দ্য প্রকাশ স্টলে মাহতাব হোসেনের ‘রাজপুত’ ও ইশতিয়াক আহমেদের ‘অনীহা’ আসছে।