Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

ফ্ল্যাশব্যাকে সেই ‘৫ সেপ্টেম্বর’

‘থ্রি ইডিয়টস’ সিনেমার দৃশ্য । ছবি: ফেসবুক

কাচের টুকরা দিয়ে কংক্রিটের দেয়ালে ঘষে ঘষে লিখলেন, ‘৫ সেপ্টেম্বর’। এরপর ঘুরে তাকিয়ে বললেন, ‘ইয়ে ডেট ভুলনা মাত’। হিন্দি এই লাইনটি বাংলা করলে দাঁড়ায়, ‘তারিখটি ভুলে যাবে না’।

হ্যাঁ তাই, যেই বলা সেই কাজ। সিনেপ্রেমীরাও ভুলে যায়নি এই ডেট।
প্রতি বছরের ৫ সেপ্টেম্বর এলেই আনন্দ সহকারে দর্শকরা মনে করেন আইকনিক সেই তারিখটি।

‘থ্রি ইডিয়টস’ সিনেমার দৃশ্যটি । ছবি: এক্স

কথা হচ্ছে বলিউডের সুপার হিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ৫ সেপ্টেম্বরের আইকনিক দৃশ্যটি নিয়ে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানী পরিচালিত এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পায় ঐ বছর। মুক্তির ১৫ বছর অতিক্রম হয়ে গেলেও দর্শকদের মনে এখনও রয়ে গেছে ছবিটির আলাদা স্থান। একারণেই এবছরও সিনেমাপ্রেমীরা ভুলে যাননি ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই ৫ সেপ্টেম্বরের কথা।

দেয়ালে যিনি ৫ সেপ্টেম্বর লিখেছিলেন, সিনেমায় তার নাম দেয়া হয়েছিল সাইলেন্সার। এ চরিত্রে অভিনয় করেছিলেন অমি বৈদ্য। আইকনিক দৃশ্যটিতে সাইলেন্সার বাদে আরও উপস্থিত ছিলেন সিনেমার মূল তিন চরিত্র—র‍্যাঞ্চো দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগি। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন আমির খান, আর মাধবন ও শারমান যোশি।

মূলত এই দৃশ্যে সাইলেন্সার একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন র‍্যাঞ্চো দাসকে। চ্যালেঞ্জটি হলো সফলতার!

‘থ্রি ইডিয়টস’ সিনেমার দৃশ্যটি । ছবি: ইউটিউব

সাইলেন্সার সেদিন থেকে ১০ বছর পরে একই দিনে একই জায়গায় উপস্থিত হতে বলেছিলেন র‍্যাঞ্চোকে। ১০ বছর পর কে কত বেশি সফল হতে পারলো, তা-ই দেখার জন্য এই চ্যালেঞ্জটি ছুড়েন তিনি।

সিনেমায় ঐদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবসে ভুলভাল বক্তব্য দিয়ে বিদ্রূপের মুখে পড়েছিলেন সাইলেন্সার। সেই অপমান ভুলে যেতে না পেরেই তার সেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। অতঃপর সবাইকে অবাক করে দিয়ে ঠিক ঠিক ১০ বছর পর একই জায়গায় আবারও হাজির হয়েছিলেন সাইলেন্সার। ১০ বছর পরের ৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছিল ‘থ্রি ইডিয়টস’ ছবিটি। এরপর ফ্ল্যাশব্যাকে গিয়ে দর্শকদের উপভোগ করানো হয়েছিল ১০ বছর আগে তিন বন্ধুর এক অসাধারণ সফরনামার।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেক্ষাগৃহের পর চরকিতে প্রিয়ন্তীর বিয়ে!  

৮ নভেম্বর প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়েতে যারা যুক্ত হতে পারেননি তাদের জন্য সুখবর।…

সকাল সকাল শিক্ষার্থীদের একরাশ ভালোবাসা পেলেন পরী

নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্তমানে বরিশাল নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। আর সেখানেই…
0
Share