Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

ফোন ব্যবহার করেন না এড শিরান!

এড শিরান | ছবি: পিউপল

শ্রোতাপ্রিয় মার্কিন পপ তারকা এড শিরান। এ তারকার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। কিন্তু জানেন কি? তারকাখ্যাতি থাকলেও শিরানের জীবনযাপনের ধরন কিছুটা অন্যরকম। কেননা, তার সাথে যোগাযোগের মাধ্যম নাকি কেবল ‘ই-মেইল’। ফোন ব্যবহার করেন না তিনি!

কিছুদিন আগে শিরান উপস্থিত হয়েছিলেন একটি টক শো-তে। ফোন ব্যবহার না করার খবরটি সেখানে গায়ক নিজেই জানিয়েছেন।

মার্কিন সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের তথ্যানুযায়ী, ‘থেরাপাস’ শীর্ষক টক শো-তে এড শিরান বলেন, ‘২০১৫ সাল থেকে ফোন নেই। আমার কোনো নম্বরও নেই। যখন প্রয়োজন হয়, তখন আমার টিম আমাকে কোনো একটি ফোন ব্যবহার করতে দেয়।‘

গায়ক আরও বলেন, ‘১৫ বছর বয়সে খুব কম নম্বর ছিল ফোনে। যখন জনপ্রিয়তা পেলাম, দশ হাজার নম্বর হলো ফোনের কন্টাক্ট লিস্টে। মানুষ সারাক্ষণ ম্যাসেজ পাঠানো শুরু করলো। সারাক্ষণই বহু মানুষের সঙ্গে যোগাযোগে থাকতে হয়েছে আমার। মাঝে মাঝে ম্যাসেজের উত্তর দেয়ার কথা মাথায় থাকে না, কোনও কাজে ব্যস্ত থাকা হয়। এরপর যখন উত্তর দেয়া হয়, তখন একবারে ৪০টি কনভারসেশন হয়ে যায়।’

শিরান যোগ করেন ‘ফোন নিয়ে ব্যস্ত থাকার কারণে বাস্তব জীবনের কথোপকথন হারিয়ে যাচ্ছিল। তাই ফোন ব্যবহার করা বাদ দিয়েছি। আইপ্যাড নিয়েছি। সব ইমেইলে নিয়ে নিয়েছি। সপ্তাহে একদিন মেইলের উত্তর দেই।’

জানা গেছে, শিরান যে কেবল ফোনের ক্ষেত্রেই জীবনে রেস্টিকশন এনেছেন তা নয়, জীবন থেকে নাকি অনেক বন্ধুকেও ছেঁটে ফেলেছেন। ‘শেপ অফ ইউ’ খ্যাত এ গায়ক মনে করেন, যাদেরকে শিরান অন্ধভাবে ভরসা করতে পারেন, তারাই শুধু তার বন্ধু তালিকায় থাকলে জীবন থেকে অনেক দুশ্চিন্তা দূর হয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…
0
Share